পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরে ডুবে জিহাদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপর দেড়টার দিকে পৌর সদরের কুড়তলা গ্রামে ঘটনাটি ঘটে। জিহাদ ওই গ্রামের খোকন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে শিশু জিহাদ ঘর থেকে বের হয়। দীর্ঘক্ষণ পরও ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। দুপুর দেড়টার দিকে বাড়ির সামনের পুকুরের পানিতে জিহাদকে ভাসতে দেখা যায়। পরে এলাকাবাসী গিয়ে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার উপ পরিদর্শক মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় শিশু জিহাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য করুন