ঢাকাSaturday , 29 October 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার

প্রতিবেদক
-
October 29, 2022 1:20 pm
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদীতে পাইপ গান, রামদা ও সুইচগিয়ার চাকুসহ শাহ আব্দুল কাদির দুলাল (৬৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

আজ শনিবার সকাল ৮টায় কটিয়াদী উপজেলার জোয়ারিয়া শিবনাথ শাহের বাজারের একটি ওয়ার্কশপ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রফতার শাহ আব্দুল কাদির দুলাল কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের কুড়িখাই এলাকার মৃত কালাচান শাহ এর ছেলে।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোহাম্মদ আক্কাছ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্র জানায়, কটিয়াদী উপজেলার জোয়ারিয়া শিবনাথ শাহের বাজার এলাকায় একজন লোক দেশীয় অস্ত্র সস্ত্রসহ অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে এ তথ্য পেয়ে নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালিয়ে এর সত্যতা পাওয়া যায়।

আজ শনিবার সকাল ৮টায় র‌্যাবের একটি দল ওয়ার্কশপে অভিযান চালিয়ে ভিতর থেকে ১টি পাইপ গান, ১টি রামদা ও ১টি সুইচগিয়ার চাকুসহ দোকানের মালিক শাহ আব্দুল কাদির দুলালকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোহাম্মদ আক্কাছ আলী জানান, র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুলাল এলাকায় প্রভাব বিস্তার করার জন্য অস্ত্র মজুদ করে রাখার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য করুন