ঢাকাশনিবার , ২৯ অক্টোবর ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

দুর্বৃত্তদের হামলায় আহত হওয়ার ৯ দিন পর যুবকের মৃত্যু

প্রতিবেদক
-
অক্টোবর ২৯, ২০২২ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: দুর্বৃত্তদের হামলায় আহত হওয়ার ৯ দিন পর শুক্রবার (২৮ অক্টোবর) যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের। নিহত মো. নাঈম মিয়া (২০) হোগলাকান্দি গ্রামের আব্দুর রশিদের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর রাতে হোসেনপুর উপজেলার হোগলাকান্দি-পিপলাকান্দি সড়ক দিয়ে নাঈম মিয়া বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার (২৮ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ৯জনকে আসামি করে হোসেনপুর মামলা করেছেন নাঈমের পিতা আব্দুর রশিদ।

হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু জানান, অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজু হয়েছে। মৃত্যু সংক্রান্ত তথ্যাদি পেলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য করুন