ঢাকামঙ্গলবার , ১ নভেম্বর ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ বাণিজ্য মেলায় নকল এলইডি টিভি বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
-
নভেম্বর ১, ২০২২ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ বাণিজ্য মেলায় নকল এলইডি টিভি বিক্রি করায় মৃদুল ক্রোকারিজকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার বিকালে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত মাসব্যাপী শিল্প পণ্য ও বাণিজ্য মেলায় অভিযান চালানো হয়।

কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত মাসব্যাপী শিল্প পণ্য ও বাণিজ্য মেলায় একটি দোকানে সনি ব্রাভিয়া ব্র্যান্ডের নকল, তথা কপি প্রোডাক্ট এলইডি টিভি বিক্রি হচ্ছে বলে একটি লিখিত অভিযোগ পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ অফিস। এর পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিকালে মেলায় অভিযান চালিয়ে বিষয়টির সত্যতা পান তারা। পরে মৃদুল ক্রোকারিজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা অনুযায়ী ২০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠানের লিখিত বক্তব্য নেওয়া হয়। প্রতিষ্ঠানটি দোষ স্বীকারের পাশাপাশি কপি প্রোডাক্ট বিক্রি করবেনা বলে অঙ্গীকার করে।

এছাড়াও আজ মঙ্গলবার জেলা শহরের বড় বাজারে সব্জির বাজার, চালের মূল্য, চিনির বাজারসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে অভিযান পরিচালিত হয়। অভিযানে মূল্য তালিকা না থাকায় মেসার্স সিস্টার ট্রেডিংকে ৩ হাজার টাকা, মেসার্স হারুন স্টোরকে ২ হাজার টাকা ও নিউ শরীফ রেস্টুরেন্টকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এস আই হাবিল উদ্দিনের নেতৃত্বে জেলা পুলিশের একটি তদারকি টিম এবং সদর থানা পুলিশের ওসি অপারেশন্স এর নেতৃত্বে অপর একটি টিম ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল অভিযানে সহযোগিতা করেন।

কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।

আপনার মন্তব্য করুন