ঢাকাTuesday , 1 November 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ পালিত

প্রতিবেদক
-
November 1, 2022 8:15 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: “সংগঠনের শক্তি সংহত করি: সংগঠকের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক মূল্যবোধ ও পেশাদারী দক্ষতা জোরদার করি” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ পালন করা হয়েছে।

সোমবার বিকালে জেলা কার্যালয়ে সংগঠনের জেলা শাখা এবং তৃণমূল নেতৃবৃন্দের উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা শাখার সভাপতি এডভোকেট মায়া ভৌমিকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে এবারের স্লোগানের প্রতিপাদ্য বিষয়, ঘোষণাপত্র ও গঠনতন্ত্র, একুশ শতকের নারী আন্দোলন ও বাংলাদেশ মহিলা পরিষদ এ বিষয়ের ওপর সাংগঠনিক পক্ষের কর্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরে আলোচনা করা হয়।

নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনায় নির্যাতিত, নিপীড়িত এবং অধিকারবঞ্চিত নারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সকল বাধা অতিক্রম করে সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে পক্ষকালের কাজের অভিজ্ঞতার আলোকে মহিলা পরিষদের কার্যক্রমের তৎপরতা সম্পর্কেও আলোচনা করা হয়।

এছাড়া পক্ষকালীন সময়ে জেলা কমিটি কর্তৃক নতুন সদস্য অন্তর্ভূক্তি, সদস্য নবায়ন, মাস্ক বিতরণের পাশাপাশি পাড়া কমিটি, ইউনিয়ন কমিটি এবং উপজেলা কমিটির সাথে সরেজমিন এবং টেলিযোগাযোগের মাধ্যমে কমিটিগুলোকে আরো তৎপর হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে পরিপত্রে উল্লিখিত “সংগঠনের শক্তি সংহত করি: সংগঠকের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক মূল্যবোধ ও পেশাদারী দক্ষতা জোরদার করি” এই স্লোগানের বিশ্লেষণপূর্বক একটি প্রতিবেদন তৈরি করা হয়।

সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সম্পাদক (ভারপ্রাপ্ত) বিলকিছ বেগম। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সিনিয়র সদস্য সুলতানা রাজিয়া, লিগ্যাল এইড সম্পাদক হামিদা বেগম, অর্থ বিষয়ক সম্পাদক হাসিনা হায়দার চামেলি, সমাজকল্যাণ সম্পাদক সাজিদা ইয়াছমিন, আন্দোলন সম্পাদক মাছুমা আক্তার, সদস্য শংকরী রানি সাহা ও মাহফুজা আরা পলক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহানারা ইসলাম ।

উল্লেখ্য, ১৭ থেকে ৩১ অক্টোবর সাংগঠনিক পক্ষ পালন করা হয়।

আপনার মন্তব্য করুন