পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জেলহত্যা দিবসে ফুল দেওয়া ও আলোচনা সভাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে পাকুন্দিয়া পৌর সদর বাজারে এ ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে পাকুন্দিয়া বাজারে আওয়ামী লীগ অফিসে জেলহত্যা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে ফুল দেয়ার জন্য উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি নাজমুল আলমের নেতৃত্বে জড়ো হয় কমিটির সদস্যরা। এ সময় পদবঞ্চিতরা তাদেরকে ধাওয়া করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরে ছাত্রলীগের নতুন কমিটির সদস্যরা পিছু হটে বাজার ত্যাগ করেন। এক পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের অফিসের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা।
কিশোরগঞ্জ সদর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন জানান, দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি। বর্তমানে পাকুন্দিয়া বাজারে পরিস্থিতি শান্ত এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।