মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ স্থান ও ও অলওয়েদার সড়কের জিরো পয়েন্ট মোড়ে ডাস্টবিন স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে ফাস্ট ফুডের দোকান ‘পরিবর্তন’ এর সামনে ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপনের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
এ সময় এমপি তৌফিক বলেন, হাওরকে নান্দনিক, পরিচ্ছন্ন ও আকর্ষণীয় করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাব। শুধু হাওরবাসীর জন্যই নয়, পর্যটকরাও যাতে হাওরের পরিবেশ দেখে স্বাচ্ছন্দবোধ করেন, সেভাবেই হাওরকে গড়ে তোলা হবে।
এ-সময় সময় মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্রনাথ গোলদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল শাফি, উপজেলা প্রকৌশলী মো. ফাইজুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৫০টি ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপনের মধ্য দিয়ে হাওর উপজেলা মিঠামইনে পরিচ্ছন্নতা কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে।