হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে বিনামূল্যে ২২০ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হয়েছে।
জেলহত্যা দিবস উপলক্ষে কিশোরগঞ্জ–১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির উদ্যোগে, আদ্–দ্বীন হাসপাতাল ও আদ্–দ্বীন ফাউন্ডেশনের সহযোগিতায় এবং নাফিসা-নজরুল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে অপারেশন ক্যাম্পের আয়োজন করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
আজ শুক্রবার অপারেশন ক্যাম্প পরিদর্শন করেন সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
এ সময় কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ মাহবুবুল হক, নাফিসা নজরুল ফাউন্ডেশনের পরিচালক সাবরিনা আনোয়ার, সহকারী জেনারেল ম্যানেজার রবিউল হক, হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম প্রমুখ উপস্থিত ছিলেন।