ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ইটনায় ১৫০ জন অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। আজ মঙ্গলবার বিকালে জেলা পরিষদের ডাক বাংলো প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন ঠাকুর খসরু, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, এনায়েত কবীর, গোলাম মোস্তফা, ইটনা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ঠাকুরসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অসহায় ১৫০ জনের প্রত্যেককে এক কেজি পিঁয়াজ, এক কেজি লবণ, এক কেজি চিনি, এক লিটার তেল ও এক প্যাকেট সেমাই দেওয়া হয়।
এ সময় রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেন, করোনা মহামারীতে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। কেউ যাতে না খেয়ে কষ্ট না করে, সেজন্য তিনি খোঁজ খবর নিচ্ছেন। অসহায়দের জন্য সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান। করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।