ঢাকাSaturday , 5 November 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

অষ্টগ্রামের আব্দুল্লাহপুরে পুলিশ ক্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিবেদক
-
November 5, 2022 5:28 pm
Link Copied!

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুরে পুলিশ ক্যাম্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে পুলিশ ক্যাম্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক ও কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)।

এ সময় অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার স্যামুয়েল সাংমা, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আলী মোহাম্মদ রাশেদ, অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হায়দারী বাচ্চু, খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান জানান, প্রাথমিক পর্যায়ে এখানে একটি হাফ বিল্ডিং ঘর নির্মাণ করে পুলিশ ক্যাম্প হিসেবে ব্যবহার করা হবে। পরে এটি পুলিশ তদন্ত কেন্দ্রে রূপান্তর করা হব।

আপনার মন্তব্য করুন