কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও আহত হয়েছেন চারজন।
আজ রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের ছয়সূতি মধুয়ারচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার মৃত জামালের ছেলে রিফাত (২৬) ও একই এলাকার মৃত রইছ উদ্দিনের স্ত্রী জোহরা বেগম (৬৫)। নিহত রিফাত সিএনজিচালিত অটোরিকশার চালক।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন এক্সপ্রেসের একটি বাস কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি যাচ্ছিল ভৈরবের দিকে। ছয়সূতি এলাকার মধুয়ারচর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারীসহ দুজন নিহত হন। গুরুতর আহত হয়েছেন চারজন। আহতদের মধ্যে একজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, দুজনকে স্থানীয় একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে ঢাকায় নেওয়া হয়েছে। তারা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।