অনলাইন ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের কটিয়াদী থেকে ৫৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। মঙ্গলবার ভোরে কটিয়াদী উপজেলার আনন্দ বাজার এলাকায় অভিযান চালায় র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে একটি মাদক ব্যবসায়ীচক্র মাদক দ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে বিক্রয় করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভোরে অভিযান চালায় র্যাব। এ সময় দুজনকে ৫৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়। তারা হলেন বাজিতপুর উপজেলার সাহপুর চেঙ্গাহাটি গ্রামের মোস্তফার ছেলে স্বাধীন (২৮) ও কটিয়াদী উপজেলার লাংটিয়া গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে রফিক (৩৫)।
র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে র্যাবের কাছে স্বীকার করেছেন।
এ ব্যাপারে কটিয়াদী থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।