বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেন।
বাজিতপুর উপজেলা যুবলীগের সভাপতি গোলাম রসুল দৌলতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল।
সভায় বিশেষ অতিথি ছিলেন বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী ও বাজিতপুর পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আশরাফ।
প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেল। বিশেষ বক্তা ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, জেলা যুবলীগের সদস্য বছির উদ্দিন রিপন ও এডভোকেট তানভীর হাসান শাহীন।
সভায় প্রধান অতিথি আফজাল হোসেন এমপি বলেন, দেশের ক্রান্তিলগ্নে যুবলীগ ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করেছে এবং আগামীতেও একইভাবে কাজ করে যাবে। যুব সমাজের আস্থার প্রতীক হিসেবে যুবলীগ অতীত ঐতিহ্য বজায় রেখে দৃঢ়তার সাথে সামনে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি
আগামী ১৪ নভেম্বর বাজিতপুর উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনকে সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়।