ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে প্রাইভেটকার থেকে ২৪৬ বোতল বিদেশি মদসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের থানা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজন হলেন, প্রাইভেটকারচালক সিলেটের জকিগঞ্জ থানার ইয়াকুব আলীর ছেলে মাসুম আহমেদ (৩০) ও গাড়ির হেলপার একই এলাকার শামসুর রহমানের ছেলে শরীফ মিয়া (২৮)।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মোল্লা বিষয়টি জানান, ভৈরব পৌর শহরের নাজমুল হাসান পাপন পার্কের সামনে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে পাঁচটি ব্যাগে থাকা মোট ২৪৬ বোতল বিভিন্ন বিদেশি মদ উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক দাম ১০ লাখ টাকা। এ সময় গাড়িতে থাকা দুজনকে আটক এবং প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।
এই চক্রটি সিলেট সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে রাজধানীতে নিয়ে যাবার সময় আটক করা হয় বলে জানান ওসি।