ঢাকাThursday , 10 November 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে শহীদ টিটোর স্মরণসভা

প্রতিবেদক
-
November 10, 2022 11:47 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে শহীদ সৈয়দ আমিনুল হুদা টিটোর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে জেলা কমিউনিস্ট পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি কমরেড আব্দুর রহমান। সভায় বক্তব্য রাখেন জেলা গনতন্ত্রী পার্টির সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা সিপিবির সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক এডভোকেট শফীকুল ইসলাম, টিটো স্মৃতি পাঠাগারের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু ও সদস্য সচিব ডা, সুশীল কুমার শীল, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, জেলা উদীচীর সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খান, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রাজীব বনিক ও হাবিবুর রহমান হীরা ।

বক্তাগণ টিটোর স্বপ্ন গনতন্ত্র, সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার, মুক্ত বাজার তথা লুটেরা অর্থনীতির বেড়াজাল থেকে দেশকে মুক্ত করার আহ্বান জানান। নব্বইয়ের ছাত্র সংগ্রাম পরিষদের ঘোষণা অনুযায়ী গৌরাঙ্গ বাজার মোড় হতে আঠারবাড়ি কাচারি মোড় পর্যন্ত সড়কের নাম শহীদ টিটো সড়ক নামকরণ করার দাবি পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ঢাকা অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে ঢাকায় পুলিশের গুলিতে শাহাদাৎ বরণ করেন নূর হোসেন ও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কমিউনিস্ট পার্টির নেতা সৈয়দ আমিনুল হুদা টিটো।

আপনার মন্তব্য করুন