নিজস্ব প্রতিবেদক: “দুর্ঘটনা – দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এ প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে
কিশোরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলাবার দুপুরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এর আগে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) ।
সভায় জানানো হয় কিশোরগঞ্জ জেলায় ১৪টি ফারার স্টেশন রয়েছে। খুব শিগগির আরও দুটি ফায়ার স্টেশন নির্মাণ করা হবে।
সভায় আরও জানানো হয় চলতি বছরের জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় ৩৪৮ টি অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে মোট ক্ষতির পরিমাণ ২ কোটি ১৫ লক্ষ ৩৭ হাজার টাকার মালামাল। একই সময়ে উদ্ধার করা হয়েছে ১৩ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার টাকার সম্পদ। তবে এ সকল ঘটনায় কোন প্রাণহানি ঘটেনি।
অপরদিকে জেলার হাওর ও নদীতে ৫৪টি দুর্ঘটনায় ডুবুরিদল অভিযান পরিচালনা করে ৩২ জনের মরদেহ উদ্ধার করে। এছাড়া জেলায় ৩১টি সড়ক দুর্ঘটনায় উদ্ধার অভিযান পরিচালনা করে ১২ জনের মরদেহ উদ্ধার ও ৭৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
অনুষ্ঠানে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ইন্সেপেক্টর পলাশ চন্দ্র মোদক, ময়মনসিংহ ফায়ার সার্ভিস ইন্সেপেক্টর মো. শফিকুল ইসলাম, কিশোরগঞ্জের স্টেশন অফিসার আবুজর গিফারী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে আমন্ত্রিত অতিথিরা অগ্নিকাণ্ডের মহড়া ও অগ্নি নির্বাপক যন্ত্রপাতি পরিদর্শন করেন।