ঢাকামঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বাড়তি ফি আদায়ের অভিযোগ

প্রতিবেদক
-
নভেম্বর ১৫, ২০২২ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি ফি আদায়সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন অভিভাবকরা।

আজ মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সকল অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মোফাজ্জল হোসেন বলেন, চলতি বছর দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা করে আদায় করেন। যা আগে ছিল ৩০০ টাকা। ফলে অনেক দরিদ্র অভিভাবককে ধার কর্জ করে দিতে হয়েছে।

এছাড়া ২০২০ সনে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অটোপাশের মাধ্যমে উত্তীর্ণ হলেও নবম শ্রেণিতে ভর্তি হওয়ার সময় বোর্ডের ফির কথা বলে ২০০ টাকা করে আদায় করেন। ২০২১ সনে করোনা মহামারীর সময় সরকারি সহায়তা দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে প্রত্যয়নের নামে ৫০ টাকা আদায় করেন। শুধু তাই নয়, সনদপত্র, নম্বরপত্র, প্রশংসাপত্র, ছাড়পত্র প্রদানের সময় রশিদ ছাড়া টাকা আদায় করেন বলেও অভিযোগ রয়েছে।
অন্যদিকে পরিচালনা কমিটির নির্বাচনের ব্যবস্থা না করে প্রধান শিক্ষক নিজের সুবিধামত এডহক কমিটি গঠন করেছেন। ফলে বিদ্যালয়ে সৃষ্টি হয়েছে অচলাবস্থা ও বিশৃঙ্খলা।

তবে এ সকল অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক নাজমুল হক ভূইয়া বলেন, এর আগেও বেশ কয়েকবার এমন অভিযোগ করা হয়েছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

সংবাদ সম্মেলনে অভিভাবকদের পক্ষে আরও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, রিপন মিয়া, আব্দুল জলিল, কাজল মিয়া, হাকিম উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য করুন