বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মঠখোলা-নোয়াকান্দি আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মোরশেদা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রকিবুল হাসান শিবলি ও হিলচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক নাহিদ।
বাজিতপুর উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) অনুষ্ঠানটির আয়োজন করে।
আপনার মন্তব্য করুন