ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে পৃথক পৃথক অভিযান চালিয়ে সাড়ে আট কেজি গাঁজা ও বিপুল পরিমাণ শুল্কবিহীন কসমেটিক্সসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ভৈরব থানার এসআই (নি.) মাহবুব উল্লাহ সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল নাটালের মোড়ে ঢাকা-সিলেট মহাসড়ককের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালায়। এ সময় এনা পরিবহনের একটি বাস (নং ঢাকা মেট্রো-ব-১৪-৯২৮৮) তল্লাশি চালিয়ে তিন কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর গ্রামের মৃত ইসমাইলের ছেলে সাদেক (২০) ও মেয়ে রূপা আক্তার (২২)।
পুলিশ কর্মকর্তা মাহবুব উল্লাহ সরকার পরে দুপুর একটার দিকে একই স্থানে লিমন পরিবহনের একটি বাস (নং ঢাকা মেট্রো-ব-১৫-৮৬৩৫) তল্লাশি করে সাড়ে তিন কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেন। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নয়াবাদী গ্রামের খোকন মিয়ার স্ত্রী হালিমা আক্তার (২০) ও একই গ্রামের মন মিয়ার ছেলে খোকন মিয়া (৩০)।
এছাড়া দুপুর ২ টার দিকে এনা পরিবহনের অপর একটি বাস (নং ঢাকা মেট্রো-ব-১৫-৭৭৫১) তল্লাশি করে শুল্কবিহীন বিপুল পরিমাণ কসমেটিক্সসহ শাহ নূরুল ইসলাম (৪২) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি মৌলভীবাজার জেলা সদরের কাজীরগাঁও গ্রামের আমির উদ্দিনের ছেলে। জব্দ করা কসমেটিকসের আনুমানিক মূল্য ৫ লক্ষ ৪৭ হাজার ২০০ টাকা।
অপরদিকে এসআই (নি.) মো. মাসুদ রানার নেতৃত্বে পুলিশের অপর একটি দল বেলা সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাটালের মোড় এলাকার ঢাকা-সিলেটগামী মহাসড়কের লেনের পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় শাহপরাণ পরিবহণের একটি বাস (নং ঢাকা মেট্রো-ব-১২-১০৩৭) তল্লাশি করে দুই কেজি গাঁজাসহ নাসিমা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করে। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পুমবাইল গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।
এ ব্যাপারে ভৈরব থানায় মামলা হয়েছে।