ঢাকাThursday , 17 November 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ভৈরবে বাসের যাত্রীর কাছে মিললো গাঁজার বালিশ

প্রতিবেদক
-
November 17, 2022 7:44 am
Link Copied!

নিউজ একুশে ডেস্ক: এবার কিশোরগঞ্জের ভৈরবে বাসের যাত্রীর কাছে পাওয়া গেছে গাঁজার বালিশ। বুধবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নাটাল মোড়ে বিসমিল্লাহ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে রুহুল আমিন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তার কাছে থাকা দুটি বালিশ কেটে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক রুহুল আমিন কুমিল্লা সদর উপজেলার আবদুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে  ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া নাটাল মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী বিসমিল্লাহ্ পরিবহনের একটি বাসে (নং ঢাকা-মেট্রো-ব-১৫-৩৪৩৫) তল্লাশি চালায় পুলিশ। এ সময় রুহুল আমীনকে তিন কেজি ওজনের গাঁজার বালিশসহ আটক করা হয়।

ভৈরব থানার পরিদর্শক (অপারেশন) মো. কায়ছার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাঁজার বালিশসহ আটক রুহুল আমিন অভিনব কায়দায় বালিশের ভেতর তিন কেজি গাঁজা ভরে যাত্রীবেশে ঢাকা যাচ্ছিলেন।

একইদিন দুপুর ২ টার দিকে একই স্থানে ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি বাসে (নং-ঢাকা মেট্রো-ব-১৫-৬৪১৮) তল্লাশি করে শুল্কবিহীন ভারতীয় ৪৪ কার্টন বিস্কিটসহ রোবেল (৩৫) নামে একজনকে আটক করে পুলিশ। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াইল গ্রামের  ইসরাইল আলীর ছেলে।

এদিকে জেলা গোয়েন্দা শাখার একটি দল বিকাল ৪ টার দিকে কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের বাস্তারপাড়া এখলাছ মিয়ার পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে হাসান শেখ (৪০) নামে একজনকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করে। তিনি করগাঁও গ্রামের মৃত আলী শেখের ছেলে।

অপরদিকে জেলার কটিয়াদী থানা পুলিশের একটি দল বিকাল সাড়ে ৫ টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় তিন কেজি গাঁজাসহ রিনা বেগম (৫৭) নামে একজনকে আটক করে।  তিনি জেলার কুলিয়ারচর উপজেলার লোকমানখার কান্দি গ্রামের মঞ্জু খার স্ত্রী।

এ সকল ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা হয়েছে।

আপনার মন্তব্য করুন