স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসের কারণে গতবারের মত এবার ঈদের মাঠে ঈদজামাত অনুষ্ঠিত হয়নি। সরকারি নির্দেশনা অনুযায়ী এবার মসজিদগুলোতে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। কিশোরগঞ্জ জেলার প্রায় ১৩০০ মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
কিশোরগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ মহসিন খান জানান, করোনা ভাইরাসের কারণে ঈদগাহ বা খোলা মাঠে নামাজ আদায়ের ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি মসজিদে একাধিক ঈদ জামাত আয়োজনের জন্য জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল মসজিদ পরিচালনা কমিটিকে আগেই নির্দেশনা দেওয়া হয়। তিনি আরও জানান, কিশোরগঞ্জ জেলায় মোট মসজিদ রয়েছে ৬ হাজার ৬৩৮টি। আর ঈদজামাত হয়েছে প্রায় ১৩০০ মসজিদে।
শহরের ঐতিহাসিক পাগলা মসজিদে সকাল সাড়ে ৭টায় প্রথম ঈদজামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আশরাফ আলী। এ মসজিদে মোট তিনটি ঈদজামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে করোনা মহামারী থেকে মুক্তি, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মার ঐক্য কামনা করে মোনাজাত করা হয়।
মুসল্লির সমাগম বেশি হওয়ায় কিশোরগঞ্জের বিভিন্ন মসজিদে একাধিক ঈদজামাতের আয়োজন করা হয়।