স্টাফ রিপোর্টার: ঈদ ধনী-গরিব সকলের জন্যই। ঈদে ধনী-গরিবের কোন ভেদাভেদ থাকবেনা। ধনীরা ঈদের আনন্দ উপভোগ করবে, আর গরিবরা হাহুতাশ করবে, সেটা হতে পারেনা। পবিত্র ইসলামও সে শিক্ষা দেয়না। কোরবানির ত্যাগের মহিমায় এবার কিশোরগঞ্জ জেলা পুলিশ ঈদআনন্দ ভাগাভাগি করেছে দুইশ দুস্থ অসহায় মানুষের সাথে।
পবিত্র ঈদুল আয্হা উপলক্ষে আজ বুধবার কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে দুইশ দুস্থ অসহায় মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়। পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত গোশত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর হেডকোয়ার্টার) অর্নিবাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইব্রাহীম হোসেনসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
বিতরণ শেষে পুলিশ লাইন্স মেসে ফোর্সদের সাথে বড়খানায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার।