নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে পুরোহিত ও সেবাইতদের আর্থ-সামাজিক মূল্যবোধ বিষয়ক ৯ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) কিশোরগঞ্জ জেলার আর্থ-সামাজিক মূল্যবোধ বিষয়ে আজ সোমবার শ্রী শ্রী শ্যামসুন্দর লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় প্রশিক্ষণের আয়োজন করে।
সকালে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন।
এসআরএসসিপিএস প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট ধৃতব্রত সেন এর সভাপতিত্বে এবং জুনিয়র কনসালটেন্ট অনিবার্ণ পাল চৌধুরীর সঞ্চালনায় প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রশিক্ষক স্বপন কুমার রায়।
কিশোরগঞ্জের ২৫ জন পুরোহিত ও সেবাইত প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।