নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে ছয় কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার বেলা ১১ টার দিকে এসআই (নি.) মাহবুব উল্লাহ সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবপুর উত্তরপাড়ার নাটাল মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালায়। এ সময় কাজী পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-৬৫২২) তল্লাশী করে ছয় কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক পশ্চিমপাড়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে খায়রুল ইসলাম (১৬) ও কুমিল্লা জেলা সদরের চান্দিনা ঘোপ বাড়িয়া গ্রামের মৃত দুলাল চন্দ্র দের ছেলে শুভ চন্দ্র দে (৩২)।
এ ব্যাপারে ভৈরব থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য করুন