নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে শুরু হয়েছে দুদিনব্যাপী সাহিত্য মেলা। আজ বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেলা উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর, বাংলা একাডেমির সচিব এ. এইচ. এম. লোকমান, কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আফজল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
দুদিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রবন্ধ পাঠ ও আলোচনা, লেখক কর্মশালা, কবিতা ও ছড়া পাঠ,কথাসাহিত্যিকদের ছোটগল্প ও উপন্যাস থেকে পাঠ, নাট্যকারদের নাটক থেকে পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাহিত্য মেলাকে কেন্দ্র করে কবি, সাহিত্যিক, শিল্পী ও লেখকদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলা একাডেমির সমন্বয়ে সাহিত্য মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।