কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে ঈদের দিনেও অসহায়দের পাশে দাঁড়িয়েছে রক্তদান সমিতি। ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসহায়দের মাঝে মাংস বিতরণ করেছেন সমিতির কয়েকজন সদস্য তারা।
ঈদের দিন বিকালে কটিয়াদী পৌর সদরের প্রয়াত অধ্যক্ষ মোজাফ্ফর উদ্দিন আহমদের বাড়িতে ৩০ জন অস্বচ্ছল ব্যক্তির মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।
এ সময় রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম, সমন্বয় পর্ষদ সদস্য চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, হোমিও চিকিৎসক মাহবুবুর রহমান, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ, সাব্বির আহমেদ, হাসিবুর রশিদ রাফি, আব্দুল আলা ওয়াকিল, কাওসার আহমেদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
কোরবানির মাংস পেয়ে বৃদ্ধা আমেনা বেগম বলেন, ফত্যেক বরহী ঈদঅ (কোরবানীর ঈদ) গুস (মাংস) টোহাইবার লাইগ্যা মাইনসের বাইত (বাড়িতে) যাওন লাগে। এইবার আর যাওন লাগদো না।
রক্তদান সমিতির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম বলেন, পবিত্র ঈদুল আযহায় অস্বচ্ছল ব্যক্তিদের মুখে হাসি ফোটানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা। এলাকার গরিব মানুষকে ঈদের দিন মাংসের জন্য যেন কারও মুখাপেক্ষি হয়ে থাকতে না হয়, সেজন্য শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আগামীদিনে অস্বচ্ছল ব্যক্তিদের জন্য সংগঠনের পক্ষ থেকে কোরবানি দেওয়ার চেষ্টা করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, ঈদের আগেরদিন মঙ্গলবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রক্তদান সমিতির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।