নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক রফিকুর রহমান চৌধুরীর (আর. আর. সি) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
এক শোক বার্তায় তিনি বলেন, অধ্যাপক রফিকুর রহমান চৌধুরীর মতো শিক্ষকের ছাত্র হওয়াটা ছিল সৌভাগ্যের। শুধু তার ছাত্ররাই নয়, জ্ঞানী-গুণী সকলেই তাকে নিয়ে গর্ববোধ করেন। তিনি আরও বলেন, প্রথিতযশা এমন শিক্ষক পাওয়া এখন সত্যিই বিরল। রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি অধ্যাপক রফিকুর রহমান চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
বৃহস্পতিবার এশার নামাজের পর কিশোরগঞ্জ শহীদী মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।