নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম রক্ষায় সোচ্চার হয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। স্বার্থান্বেষী কুচক্রিমহলের ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা একাট্টা বলে জানিয়েছেন।
এ বিষয়ে আজ শুক্রবার বেলা ১১ টায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক ভূইয়া।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন সময় মিথ্যা মামলা দায়ের, বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে বিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এতে করে বিদ্যালয়ের পাঠদানের পরিবেশ বিঘ্নিতসহ শিক্ষক ও সচেতন অভিভাবকরা হয়রানীর শিকার হচ্ছেন। কুচক্রিমহলটি সম্প্রতি এক সংবাদ সম্মেলন করে বাড়তি ফি আদায়সহ দুর্নীতি ও অনিয়মের মিথ্যা অভিযোগ আনে। এসব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, অভিযোগকারী তার ছেলের এসএসসির ফরম পূরণের ফি ও বেতনাদি পরিশোধ করেননি। ফলে বিদ্যালয় থেকে ভর্তুকি দিয়ে ফরম পূরণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়টিতে বর্তমানে একহাজারেরও বেশি ছাত্র ছাত্রী অধ্যয়নরত। পড়ালেখার মান ভালো হওয়ায় দূর দূরান্তের ছাত্র ছাত্রীরাও এখানে এসে পড়ালেখা করছে। বিদ্যালয় থেকে অনৈতিক সুযোগ সুবিধা নিতে না পেরে স্বার্থান্বেষী মহলটি মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়ে বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবু রায়হান চন্দু, শিক্ষক প্রতিনিধি সদস্য নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক আশহাদুল হক, অভিভাবক সোহরাব উদ্দিন সরকার, রেজাউল করিম মিলন, রুহুল আমীন, আতাউর রহমান, কাঞ্চন মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।