নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদীতে গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এসআই(নি.) মো. দুলাল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় আচমিতা এলাকায় অভিযান চালায়। এ সময় চার কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে। তারা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালীপুর উত্তরপাড়া এলাকার মৃত মজলিস মিয়ার ছেলে শাহ আলম (২৪) ও একই এলাকার মৃত মালেক মিয়ার ছেলে মো. জালাল মিয়া (২৩)।
এ ব্যাপারে কটিয়াদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য করুন