নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক রফিকুর রহমান চৌধুরীর (আর. আর. সি) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির সহ সাধারণ সম্পাদক এডভোকেট শেখ ফারুক আহাম্মদ।
এক শোক বার্তায় তিনি বলেন, অধ্যাপক রফিকুর রহমান চৌধুরী ছিলেন আপাদমস্তক সৎ ও আদর্শবান শিক্ষক। তার ছাত্র হিসেবে আমরা তাকে নিয়ে গর্ববোধ করি। এমন শিক্ষকের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তিনি অধ্যাপক রফিকুর রহমান চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
বৃহস্পতিবার এশার নামাজের পর কিশোরগঞ্জ শহীদী মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আপনার মন্তব্য করুন