নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক রফিকুর রহমান চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার এশার নামাজের পর শহরের জামিয়া সড়কের নিজ বাসায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কীর্তিমান এই শিক্ষকের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ.ন.ম নৌশাদ খান, কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক মু. আ লতিফ, অধ্যাপক রফিকুর রহমান চৌধুরীর ছেলে ডক্টর এনায়েতুর রহমান ও ডা. ইনামুর রহমান, কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদ, শোলাকিয়া ঈদগাহের সাবেক ইমাম মাওলানা একেএম ছাইফুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবির প্রমুখ।
আলোচনা শেষে অধ্যাপক রফিকুর রহমান চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।