নিউজ একুশে ডেস্ক: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কিশোরগঞ্জ সদর উপজেলার ১০নং কর্শাকড়িয়াইল ইউনিয়ন এবং ১১নং দানাপাটুলি ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) দানাপাটুলি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে দুটি ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরুল হক খোকার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ্ হেল কাফি মণ্ডল, জাতীয় পরিষদ সদস্য সরদার মিজানুর রহমান, কর্শাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম ভূঁইয়া ও দানাপাটুলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল মামুন প্রমুখ
কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মেলনে দুই ইউনিয়নের পদ প্রত্যাশী নেতাদের জীবন বৃত্তান্ত জমা নেওয়া হয়। সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের সম্মতিক্রমে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে চলতি সপ্তাহের মধ্যে এ দুটি ইউনিয়ন কমিটি ঘোষণা করা হবে বলে জানান স্বেচ্ছাসেবক লীগ নেতারা।