ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে একটি জুতার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ রবিবার বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদের সামনে হাজী মার্কেটের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবুজর গিফারী জানান, আগুন লাগার খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। মার্কেটের তৃতীয় তলায় জুতা ও প্লাস্টিকের দোকান রয়েছে বলে জানান তিনি। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
এখনো ধুয়ার কুণ্ডলি পাকিয়ে আগুন জ্বলছে বলে জানা গেছে।
আপনার মন্তব্য করুন