হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্মহত্যার প্রবণতা রোধকল্পে হোসেনপুর পৌরসভা ও ছয়টি ইউনিয়নসহ মোট সাতটি স্থানে আজ সোমবার একযোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
পুমদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার।
এসআই বাদল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম ও পুমদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মিনহাজ উদ্দিন কাজল।
এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক আজহারুল ইসলাম, পুমদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল, পুমদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দিন আহমেদ, পুমদী হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজউদ্দিন আহমেদ প্রমুখ।
সভা সঞ্চালনা করেন পুমদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।
এছাড়া গোবিন্দপুর ইউনিয়নে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ নূরে আলম, সিদলা ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন, হোসেনপুর পৌরসভায় ছিলেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, সাহেদল ইউনিয়নে অপরাধ শাখার পুলিশ পরিদর্শক (নি.) মো. ওমর ফারুক আহম্মেদ, আড়াইবাড়িয়া ইউনিয়নে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ সামছুর রহমান ও জিনারী ইউনিয়নে ছিলেন পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান টিটু।
বিট পুলিশিং সভাগুলোতে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।