নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চাতল বাজার এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে অভিযানটি চালায় র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির জন্য চাতল বাজার এলাকার দিকে যাচ্ছে। পরে র্যাবের দলটি চাতল বাজার টু গাবতলীগামী চাতল বাজার এলাকার পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশী শুরু করে।
এ সময় দুজন ব্যক্তি চেকপোস্ট দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা তাদেরকে আটক করে। তাদের দেহ তল্লাশী করে ৫০০ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। তারা হলেন করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা গ্রামের জাহেদের ছেলে হৃদয় (২২) ও একই উপজেলার জয়কা ইউনিয়নের কলাবাগ গ্রামের সৌরভের ছেলে সোহাগ (২৬)।
র্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান গ্রেফতার দুজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।