বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুরে মনির (১৫) নামে একজনকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পেশায় তিনি বিভাটেক অটোচালক। তিনি বাজিতপুর উপজেলার মজলিশপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
আজ বুধবার সকালে বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়ন উপ স্বাস্থ্যকেন্দ্রের পাশের একটি ধান খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বিভাটেক অটোচালক মনির মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে তার কোন খোঁজ পায়নি পরিবারের লোকজন। বুধবার সকাল ৮ টার দিকে সরারচর উপ স্বাস্থ্যকেন্দ্রের পাশের ধান খেতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি মনিরের বলে শনাক্ত করেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, তার গলায় রশি ও মাফলার পেচানো ছিল। তাকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশাটি নিয়ে গেছে বলে পুলিশের ধারণা।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।