নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, উন্নয়নের রথ থামাতে না চাইলে আপনারা আওয়ামী লীগকে সর্মথন করুন। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে সরকার গঠন করতে দিন। অন্য কোনো দলের সামর্থ নেই দেশ পরিচালনা করার। দেশ পরিচালনার ক্ষেত্রে আপাতত আওয়ামী লীগের কোনো বিকল্প নেই।
আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় একটি কমিউনিটি সেন্টারে গণপ্রকৌশল দিবস ও ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানী।”
রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেন, কিশোরগঞ্জের বহু বেকার যুবককে কারিগরি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে এ সরকার। টেকসই উন্নয়নের লক্ষ্যে মূল্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও টেকসই আধুনিক জ্বালানির নিশ্চয়তা অপরিহার্য। আর তাই সর্বস্তরের মানুষের জন্য সরকার কাজ করছে।
ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া। আরও বক্তব্য রাখেন আইডিইবি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. আনিসুর রহমান, কিশোরগঞ্জ ছাত্র পেশাজীবি পরিষদের সভাপতি প্রকৌশলী হারুন উর রশিদ, ইমারত নির্মাণ প্রকৌশলী কল্যাণ সংগঠনের সভাপতি মো. কামরুজ্জামান, বঙ্গবন্ধু ডিপ্লোমা পেশাজীবী সংগঠনের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ, কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের রিফ্রেজারেশন এন্ড এয়ারকন্ডিশন বিভাগের প্রধান আলমগীর হোসেন, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের সভাপতি দেলোয়ার হোসেন পিয়াস, সাধারণ সম্পাদক মো. ইমন প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন কিশোরগঞ্জ ইমারত নির্মাণ প্রকৌশলী কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক জি. এম শফিউল আলম আরজু।
আলোচনা সভার আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।