ঢাকাSunday , 4 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রি করায় কিশোরগঞ্জে সুগন্ধ্যা স্টোরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড

প্রতিবেদক
-
December 4, 2022 4:15 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: মেয়াদোত্তীর্ণ ও আমদানিকারকের তথ্যবিহীন শিশুখাদ্য বিক্রি করায় কিশোরগঞ্জ শহরেরর সুগন্ধ্যা ডিপার্টমেন্টাল স্টোরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার দুপুরে সদর মডেল থানার বিপরীতে অবস্থিত সুগন্ধ্যা ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানকালে প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য এবং আমদানিকারকের তথ্যবিহীন শিশুখাদ্য পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। এছাড়াও খন্দকার মেডিকেল সার্ভিসকে মেয়াদোত্তীর্ণ এবং ঔষধ এর প্যাকেটে নতুন করে মূল্য লিখার কারণে ৩ হাজার টাকা এবং বিসমিল্লাহ মেডিকেল হলকে ৩ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর রফিকুন্নেসা পুষ্প, সহকারী স্যানিটারি ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় মজুমদার এবং উপ পরিদর্শক হাবিল উদ্দিনের নেতৃত্বে একটি তদারকি টিম সহযোগিতা করেন।

কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এসব তথ্য নিশ্চিত করে জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য করুন