ঢাকাবৃহস্পতিবার , ২২ জুলাই ২০২১
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু, জাতীয় চারনেতা, প্রধানমন্ত্রীসহ ৩১ নেতার নামে সাত গরু কোরবানি দিলেন সৈয়দ আশফাকুল ইসলাম টিটু

প্রতিবেদক
-
জুলাই ২২, ২০২১ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জেলখানায় নিহত জাতীয় চার নেতা, ১৫ আগস্টে নিহত সকল শহীদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, সাবেক জন প্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ ৩১ নেতার নামে সাতটি গরু কোরবানি দিয়েছেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বিসিবির পরিচালক ও জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

আজ বৃহস্পতিবার দুপুরের পর জেলা শহরের চর শোলাকিয়া, নগুয়া, সতাল, উচ্চ বালিকা বিদ্যালয়, গুরুদয়াল সরকারি কলেজ, গাইটাল ও খড়মপট্টি এলাকায় সৈয়দ আশরাফুল ইসলাম হটলাইন ব্রিগেডের ব্যানারে কোরবানি দেন তিনি। কোরবানির পর সব মাংস দুস্থ অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। তরুণ নেতাকর্মীরা অনেকের বাড়ি বাড়ি গিয়েও মাংস পৌঁছে দেন। মাংসের সাথে মসলা কেনার জন্য নগদ অর্থ এবং মাস্ক দেওয়া হয়।

সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম. আফজল, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুল হক বুলবুল, ক্রীড়া বিষয়ক সম্পাদক নূর আজিজ খান বাবু, আওয়ামী নেতা মনিরুজ্জামান, মীর আব্দুল করিম, ইছামুদ্দিন, হাসান মমিন উজ্জ্বল, শেখ মোহাম্মদ রতন মিয়া, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম, যুবলীগ নেতা মাহবুবুর রশিদ স্বরমিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক .কে শিবলী, ছাত্রলীগ নেতা কাজী আবেদীন সোলায়মান, সারোয়ার জাহান রিজন, মেহেদী হাসান তোষার, আজিজুল ইসলাম আজিজসহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

সৈয়দ আশফাকুল ইসলাম টিটু এ প্রসঙ্গে বলেন, করোনার কারণে অনেক মানুষ আজ কর্মহীন ও অসহায় হয়ে পড়েছেন। ঈদে তাদের মুখে হাসি ফুটানোর জন্য কোরবানির ব্যবস্থা করেছি। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা আজ ঐক্যবদ্ধ। আমরা এ ঐক্য ধরে রাখতে চাই। আমাদের তরুণ প্রজন্মের সামনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে চাই। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করলে কেউ বিপথগামী হবেনা।

আপনার মন্তব্য করুন