নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। মনোনয়নপত্র দাখিলের শেষদিন আজ সোমবার দুই এলাকা থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
এরমধ্যে ১ নং এলাকা কিশোরগঞ্জ সদর থেকে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন মো. আনিসুজ্জামান খোকন ও মো. হেকমত উল্লাহ। ৭ নং এলাকা অষ্টগ্রাম উপজেলা থেকে সৈয়দ আহমেদুল কবীর নামে একজনমাত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন কমিশনের সদস্য মো: রাগীব আল হাসান এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ১০ টি এলাকার মধ্যে শুধুমাত্র কিশোরগঞ্জ সদর ও অষ্টগ্রাম এ দুটি এলাকার নির্বাচন হবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থিতা বাছাই ৮ ডিসেম্বর, প্রত্যাহার ১২ ডিসেম্বর ও একইদিন প্রতীক বরাদ্দ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি।