ঢাকাMonday , 5 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

প্রতিবেদক
-
December 5, 2022 6:19 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। মনোনয়নপত্র দাখিলের শেষদিন আজ সোমবার দুই এলাকা থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

এরমধ্যে ১ নং এলাকা কিশোরগঞ্জ সদর থেকে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন মো. আনিসুজ্জামান খোকন ও মো. হেকমত উল্লাহ। ৭ নং এলাকা অষ্টগ্রাম উপজেলা থেকে সৈয়দ আহমেদুল কবীর নামে একজনমাত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন কমিশনের সদস্য মো: রাগীব আল হাসান এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ১০ টি এলাকার মধ্যে শুধুমাত্র কিশোরগঞ্জ সদর ও অষ্টগ্রাম এ দুটি এলাকার নির্বাচন হবে।

নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থিতা বাছাই ৮ ডিসেম্বর, প্রত্যাহার ১২ ডিসেম্বর ও একইদিন প্রতীক বরাদ্দ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি।

আপনার মন্তব্য করুন