স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ–৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিকের শাশুড়ি ও সুপ্রিম কোর্টের আইনজীবি সামছুন্নাহার নেলীর মা বেগম জমিলা হুদাকে পারিবারিক কবরস্থানে তার স্বামী সামছুল হুদার কবরের পাশে সমাহিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জোহরের নামাজের পর কিশোরগঞ্জ আদালত মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাজা এবং আসরের নামাজের পর পাকুন্দিয়া উপজেলার চরফরাদি গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
জানাজায় কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, জেলা জাতীয় শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দীক মাসুদ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেল ও রুহুল আমিন খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খানসহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বার্ধক্যজনিত কারণে ঢাকার বাসায় তিনি মৃত্যুবরণ করেন।