নিউজ একুশে ডেস্ক: কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার বলেছেন, যারা অপরাধ সংঘটিত করে, তারা সংখ্যায় বেশি নয়। পুলিশ তাদেরকে প্রতিহত করতে বদ্ধপরিকর। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ অঞ্চলে আইন শৃঙ্খলার সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে। এজন্য জনপ্রতিনিধিসহ সকলকে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে।
শনিবার সকালে তিনি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, অলওয়েদার সড়কের মাধ্যমে দৃষ্টিনন্দন ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় এসেছে হাওর অঞ্চল। এর সম্পূর্ণ কৃতিত্ব ভাটির শার্দূল মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার পুত্র সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিকের। সুন্দর ও দৃষ্টিনন্দন সড়কটি ব্যবহারে সকলকে সতর্ক ও যন্তবান থাকতে হবে, যাতে করে সড়কটি টেকসই হয়। হাওরের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
কিশোরগঞ্জের হাওরের তিন উপজেলা মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামে শনিবার বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মো. রাসেল শেখ এর নির্দেশে জেলার সবকটি উপজেলা ও পৌরসভায় ধারাবাহিকভাবে বিট পুলিশিং সভার অংশ হিসেবে শনিবার হাওরের তিন উপজেলার ২৪ টি ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকী ইউনিয়নের বিট অফিসার এসআই (নি.) মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান ভূইয়া রুবেল, ঢাকী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিকুল ইসলাম ও মিঠামইন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান উল্লাহ। সভা সঞ্চালনা করেন আতপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাসেল ভূইয়া।
একই দিন মিঠমইন সদর ইউনিয়নে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ নূরে আলম, ঘাগড়া ইউনিয়নে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি ছিলেন অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার স্যামুয়েল সাংমা, গোপদীঘি ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন পুলিশের অপরাধ শাখার পুলিশ পরিদর্শক (নি.) ওমর ফারুক আহম্মদ, কাটখাল ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন মিঠামইন থানার অফিসার ইনচার্জ কলিন্দ্রনাথ গোলদার, বৈরাটি ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন কাটখাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজ উদ্দিন আহম্মেদ ও কেওয়ারজোড় ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ রিজার্ভ অফিসের আরওআই পুলিশ পরিদর্শক (নি.) মুহাম্মদ মোশারফ হোসেন।
এছাড়া ইটনা উপজেলার সদর ইউনিয়নে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতথি ছিলেন কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন, বাদলা ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, বড়িবাড়ি ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার এ. কে. এম শাহীন মণ্ডল, ধনপুর ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ কোর্টের পুলিশ পরিদর্শক (নি.) মো. আবু বকর সিদ্দিক, রায়টুটি ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন ইটনা থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মোল্লা, এলংজুরী ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন করিমগঞ্জ সার্কেলের পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ মিজানুর রহমান, জয়সিদ্ধি ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামছুর রহমান, মৃগা ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন বাদলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মোস্তফা কামাল ও চৌগাংগা ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন ইটনা থানার পুলিশ পরিদর্শক (নি.) মোহাম্মদ আহসান হাবীব।
অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ নূরে আলম, কাস্তুল ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন, বাঙালপাড়া ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, দেওঘর ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার স্যামুয়েল সাংমা, কলমা ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার এ. কে. এম শাহীন মণ্ডল, আদমপুর ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুর্শেদ জামান ও খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন অষ্টগ্রাম থানার পুলিশ পরিদর্শক (নি.) আলী মোহাম্মদ রাশেদ।
মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্মহত্যার প্রবণতা রোধকল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
বিট পুলিশিং সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।