নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ শহরের পুরানথানাস্থ খান হোমিও চেম্বারের সত্ত্বাধিকারী, জেলা হোমিওপ্যাথিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোবারক হোসেন খান (৪৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার সকালে স্ট্রোকে আক্রান্ত হলে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিসক মৃত ঘোষণা করেন।
তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা সোমবার মাগরিবের নামাজের পর নিজ বাড়ি তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের দেওথান গ্রামে অনুষ্ঠিত হয়। পরে দেওথান গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ও সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসরের প্রধান সমন্বয়কের দায়িত্বও পালন করছিলেন।
আপনার মন্তব্য করুন