নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকিরুল হকের পিতা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক সৈয়দ রুকন উদ্দিন (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের চর শোলাকিয়াস্থ ঈদগাহ সড়কের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তিনি স্ত্রী, ৩ ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার জোহরের নামাজের পর চর শোলাকিয়া নূরাণী মাদ্রাসায় জানাজা শেষে তার মরদেহ নিজ গ্রাম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার গোপাল আশ্রমে নেওয়া হয়। সেখানে আসরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
আপনার মন্তব্য করুন