হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ১১জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে হোসেনপুর পৌরসভার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কার্যালয়ের নাজির কামরুল হাসান রুবেলসহ হোসেনপুর থানা পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লকডাউন চলাকালীন সময়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ১১ জনকে ৩ হাজার ৮৫০টাকা অর্থদ- করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবকর সরকার জানান, করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অমান্যকারীদেরকে ছাড় দেয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য করুন