হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুরে রবিবার সকালে ধানের জমি থেকে রাসেল মিয়া (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি হোসেনপুর পৌরসভার পাদুরগাতি এলাকার আয়াত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাধখলা গ্রামের বালুবন বিলের একটি রোপা আমনের জমিতে রাসেল মিয়ার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করে। নিহতের পিতা আয়াত আলী জানান, শনিবার রাতে রাসেল বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
আপনার মন্তব্য করুন