নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ডোবার পানিতে পড়ে চাচাত দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল ৫ টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ছয়না গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি শিশু বিকালে বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের ডোবায় পড়ে যায় তারা। কিছুক্ষণ পর তাদের লাশ ভেসে উঠে। পরে পরিবারের লোকজন গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
তারা হল ছয়না গ্রামের সোহরাবের ছেলে সানাতুল্লা (২) ও শাহজাহানের মেয়ে মোফাসসিরা (১৭ মাস)। সম্পর্কে তারা আপন চাচাত ভাই বোন।
বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য করুন