কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, কটিয়াদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি গোলাম মোস্তফা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার সন্ধ্যা ৬টা ৪০মিনিটে কামারকোণা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছির ৬৭ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকাল ১০টায় কামারকোণা দাওয়াতুল হক মাদ্রাসা প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।
আপনার মন্তব্য করুন