পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলার আসামী এডভোকেট সোহরাব উদ্দিনকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মনোনীত করার প্রতিবাদে এবার মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। সোমবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যুদ্ধাপরাধ মামলার আসামী সোহরাব উদ্দিনের ঠাঁই আওয়ামী লীগে হতে পারেনা। তিনি বা তার পরিবার জীবনে কোনদিন নৌকায় ভোট দেননি। অথচ বিতর্কিত এই ব্যক্তিকে পাকুন্দিয়া আওয়ামী লীগের আহ্বায়ক মনোনীত করা হয়েছে। কোন অবস্থাতেই তাকে মেনে নেওয়া হবেনা বলে বক্তারা ঘোষণা দেন। তারা আরও বলেন, সোহরাব উদ্দিন জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে এসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একবার এমপি হয়েছেন। এমপি হওয়ার পর দলের ত্যাগী নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় হয়রানী, দলীয় নেতাকর্মীদের মাঝে বিভাজন সৃষ্টি করে নিজে ফায়দা লুটেছেন। তারা অবিলম্বে আহ্বায়কের পদ থেকে তাকে সরিয়ে দলের ত্যাগী কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন।
পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, মুক্তিযোদ্ধা আবু তাহের মাস্টার, মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, নারান্দি ইউপি চেয়ারম্যান ভিপি শফিকুল ইসলাম শফিক, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক হেলাল উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা ছাড়াও আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে গত শুক্র ও শনিবার একই দাবিতে পাকুন্দিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সাবেক এমপি এডভোকেট সোহরাব উদ্দিনকে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মনোনীত করা হয়।