কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে শারমিন আক্তার শরীফা (২৮) নামে এক নারী নিহত ও অটোরিকশার চালকসহ তিনজন আহত হয়েছেন। নিহত শরীফা উত্তর সালুয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি কুলিয়ারচর পৌরসভা মোড়ে পৌঁছলে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ চারজন আহত হন। তাদেরকে বাজিতপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে শারমিন আক্তার শরীফা মারা যান।
আহতরা হলেন উত্তর সালুয়া গ্রামের নূরুন্নাহার (৩৫), নিহত শরীফার পাঁচ বছর বয়সী মেয়ে খাদিজা ও অটোরিকশার চালক। চালকের নাম জানা যায়নি। আহতরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে। দুর্ঘটনায়ি সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে।